স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জেলা জামায়াতের আমীর রুহুল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান এবং সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়তে চায়। আমরা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই। চুয়াডাঙ্গার শিক্ষা, সড়ক ও সার্বিক উন্নয়নের জন্য আমরা কাজ করতে আগ্রহী। এমন একটি সমাজ গড়তে চাই যেখানে হানাহানি, মারামারি ও বিশৃঙ্খলার কোনো স্থান থাকবে না। আগামীতে নির্বাচিত হলে চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখব। চুয়াডাঙ্গা কৃষিপ্রধান জেলা হলেও এখানকার কৃষকরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সার ও বীজ কৃষকরা সঠিকভাবে পান না। আমরা নির্বাচিত হলে ডিলার প্রথার অবসান ঘটিয়ে কৃষকদের ঘরে ঘরে সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। কৃষকদের উৎপাদিত বীজ বিএডিসিতে কন্টাক্ট গ্রোয়াসে সরাসরি সরবরাহের ব্যবস্থা করা হবে পাশাপাশি আলু সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ক্রয়-বিক্রয় কেন্দ্র গড়ে তোলা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী জোটগতভাবে অংশগ্রহণ করবে। চুয়াডাঙ্গার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, চুয়াডাঙ্গা পৌর আমীর হাসিবুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল গফুর, চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারী মোস্তফা কামাল, দর্শনা পৌর আমীর সাহিকুল আলম অপুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত



