জীবননগরে ভ্রাম্যমান আদালতে মাদকাসক্ত আশিকুরের ৪৫ দিনের জেল

জীবননগর অফিস
জীবননগর উপজেলার একতারপুর গ্রামের মাদকাসক্ত ছেলে আশিকুর রহমান আাশিককে(২১) পুলিশের হাতে তুলে দেন পিতা মাতা।  ভ্রাম্যমান আদালত পরে তাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। গতকাল রবিবার বিকালে অনুষ্ঠিত ভ্রাম্যমান আদালতের বিচারক প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমীন তাকে এ আদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে যায়, জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের একতারপুর গ্রামে মুকুল হোসেনের ছেলে আশিকুর রহমান আশিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পিতামাতা ও পরিবারের অন্য সদস্যদেরকে নানা ভাবে অত্যাচার নির্যাতন করে আসছিল। মাদকের টাকা চেয়ে না পেলেই পিতামাতার ওপর শুরু করতো অত্যাচার। এমন পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে রবিবার আশিকের পিতামাতা তাকে মাদকাসক্ত অবস্থায় পুলিশের হাতে তুলে দেন। পরে বিকাল সাড়ে ৪ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলার নির্বাহী অফিসার আল আমীন তাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) রিপন কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশিকুর বর্তমানে থানা হেফাজতে আছে। তাকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *