কেডিকে ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

টিপু সুলতান, কেডিকে প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জীবননগর উপজেলা কেডিকে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে খয়ের হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সর্বসম্মতিক্রমে ইউনিয়ন পর্যায়ে নির্বাচনী কমিটি গঠন করা হয়। এতে সভাপতির দায়িত্ব প্রদান করা হয় সাবেক উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিমকে।
প্রধান অতিথির বক্তব্যে জীবননগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমাদের প্রার্থীর চরিত্র ও আদর্শের সঙ্গে মিল রেখে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। পরিকল্পিতভাবে ভোটারদের কাছে পৌঁছাতে পারলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও ছাত্র দল এই অঙ্গসংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামাতে হবে। পাশাপাশি মহিলা দলকে আলাদাভাবে সংগঠিত করে ভোটারদের কাছে যেতে হবে।
সভায় বক্তারা জানান, ইউনিয়ন পর্যায়ে একটি মনিটরিং টিম গঠন করা হবে। পাশাপাশি ওয়ার্ড ও মহল্লাভিত্তিক নির্বাচনী কমিটি গঠন করে দায়িত্ব বণ্টন করা হবে। কোন মহল্লায় কোন সংগঠন কাজ করবে, কোন ভোটার কোন পক্ষের—তা চিহ্নিত করে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ প্রভাবশালী ব্যক্তিদের নির্দিষ্ট এলাকায় পাঠিয়ে ভোটারদের আস্থা অর্জনের বিষয়েও আলোচনা করা হয়। বক্তারা বলেন, আমাদের কারো পদ-পদবীর প্রয়োজন নেই। আমরা সবাই মাহমুদ হাসান খাঁন বাবুর ধানের শীষের কর্মী।
এসময় সভায় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম, কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাস্টার, সহ-সভাপতি বজলুল রহমান টুটু, রফিউল আলিম, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি তানভীর আহমেদ রাজীব, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান মণ্ডলসহ ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। সভাটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন রফিউল আলিম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *