তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সংঘবদ্ধ চোরচক্রের হানার ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে চোরেরা বাড়ির ওয়ারড্রবের তালা ভেঙে আনুমানিক ৫ ভরি স্বর্ণালঙ্কার যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী হাসান আলীর বড় ভাই হাজি হারুন গত শনিবার দুপুরে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। রাতে বাদ এশা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় হাসান আলী তার পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে তালা মেরে জানাজা ও মৃতের বাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে সংঘবদ্ধ চোরচক্র ফাঁকা বাড়িতে প্রবেশ করে ওয়ারড্রবের তালা ভেঙে স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। জানাজা শেষে পরিবারের এক আত্মীয় বাড়িতে ফিরে এসে শব্দ পেয়ে সিঁড়িঘর দিয়ে দুজন চোরকে পালিয়ে যেতে দেখেন বলে জানান।
বাড়ির মালিক হাসান আলী বলেন, চোরেরা শুধু স্বর্ণালঙ্কার নিয়েছে, অন্য কোনো মালামাল নেয়নি। আমি থানায় গিয়ে মামলা করবো। ঘটনার খবর পেয়ে তিতুদহ পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
গড়াইটুপিতে জানাজার সুযোগে ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরি



