স্টাফ রিপোর্টার
মানবিকতা ও দলীয় দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করে আহত, অসুস্থ ও শোকাহত নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতৃবৃন্দ। গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ধারাবাহিক সফরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে অসুস্থ ও ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের খোঁজখবর নেন।
সন্ধ্যা ৭টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদাহ এলাকায় যান। সেখানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেলের বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
একই সফরে তিনি শংকরচন্দ্র ইউনিয়নের ভান্ডারদোহা গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত শাহার আলীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
পরবর্তীতে রাত ৮টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ এলাকায় যান। সেখানে শারীরিকভাবে অসুস্থ সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মালেকের বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এই মানবিক সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান এবং শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, রাজনৈতিক কর্মসূচির বাইরেও এ ধরনের মানবিক উদ্যোগ দলীয় নেতাদের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা বাড়িয়ে তোলে। অসুস্থতা ও শোকের মুহূর্তে পাশে পাওয়াই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বড় সান্ত্বনা বলে মনে করেন তারা।
অসুস্থ ও শোকাহতদের খোঁজে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ



