কার্পাসডাঙ্গায় জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতী মিশন অনুষ্ঠিত

রাজু আহাম্মেদ, কার্পাসডাঙ্গা
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতী মিশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টার দিকে কার্পাসডাঙ্গা হাইস্কুল প্রাঙ্গনে চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের আয়োজনে মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ ২০২৬ উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতী মিশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও জাকের পার্টির ভাইস চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী।
প্রধান অতিথি বলেন, আগামীর নেতৃত্বে আসবে জাকের পার্টি। এদেশের মানুষকে শান্তিতে ও সুখে রাখতে পারে একমাত্র জাকের পার্টি। আমরা দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাকের পার্টি কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সাধারন সম্পাদক ও জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, কেন্দ্রীয় পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রফ্রন্টের সভাপতি সাইম শাহরিয়ারসহ ২ শতাধিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *