স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা একতা জিমনেশিয়ামের উদ্যোগে সদর উপজেলার নফরকান্দি গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী রস খাওয়া উৎসব। গতকাল মঙ্গলবার সকাল সাতটায় শুরু হওয়া এ উৎসবে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শীত মৌসুম এলেই গ্রামবাংলায় খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ঐতিহ্য নতুন করে প্রাণ পায়। সেই ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে গ্রামীণ সংস্কৃতি তুলে ধরতেই এ উৎসবের আয়োজন করা হয়। ভোরের কুয়াশা ভেদ করে খেজুর গাছ থেকে সদ্য সংগ্রহ করা তাজা রস উপভোগ করেন আগত অতিথিরা।
উৎসবস্থলে শিশু, কিশোর থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবটি মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা জানান, এমন আয়োজন গ্রামীণ ঐতিহ্য রক্ষা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয়দের মতে, এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সহায়ক হবে।



