স্টাফ রিপোর্টার
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের উদ্যোগে গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমি, চুয়াডাঙ্গা চত্বরে অবস্থিত উদীচী-চুয়াডাঙ্গা কার্যালয়ের সামনে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। উদীচী-চুয়াডাঙ্গা’র সভাপতি হাবিবি জহির রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদিল হোসেনের সঞ্চালনায় সমাবেশে উদীচী, ছায়ানটসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান, প্রথম আলো, ডেইলি স্টারসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার উপর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও ধ্বংস এবং সারাদেশে অব্যাহতভবাবে সংঘটিত গুপ্তহত্যা, আগুনে পুড়িয়ে মারা, মব-সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য রাখেন উদীচী-ঢাকা সহানগর সংসদের সদস্য শাওন কুমার রায়, চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্র চর্চায়নের সদস্য কবি রিগ্যান এসকান্দার, চুয়াডাঙ্গা জেলা শিল্পীকল্যাণ পরিষদ সদস্য লিটু বিশ্বাস, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি এবং অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. আলাউদ্দীন।
উদীচী-চুয়াডাঙ্গা’র প্রতিবাদী সমাবেশ



