আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) বানী ইসরাইল এর নেতৃত্বে এসআই (নিঃ) বাবলু খাঁন গতকাল মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, আলমডাঙ্গার স্টেশনপাড়া এলাকায় মনোয়ার মেডিকেল সার্ভিসেসের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক হলেন, আলমডাঙ্গার গোবিন্দপুর (মাঠপাড়া) গ্রামের মহির উদ্দিনের ছেলে শাকিল হোসেন (২৫)।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে একজন গ্রেফতার



