তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে চুয়াডাঙ্গায় সচেতনতা বৃদ্ধির কর্মসূচির সুপারিশ

স্টাফ রিপোর্টার
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে চুয়াডাঙ্গা জেলার বর্তমান অবস্থা পর্যালোচনা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, বাংলাদেশ তামাকবিরোধী জোট এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের আয়োজনে সংস্থার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যাপক কামরুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, দৈনিক মাথাভাঙ্গা-এর সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, এম এম আলাউদ্দিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি লিটু বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের প্রভাষক ডালিয়া শারমিন এবং ছাত্র প্রতিনিধি সাঈদ আহম্মেদ অর্নব। সভায় স্বাগত বক্তব্য দেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার প্রকল্প কর্মকর্তা আরিফুর রহমান।
বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও লঙ্ঘনের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা তামাক নিয়ন্ত্রণে তুলনামূলক সফল জেলাগুলোর অভিজ্ঞতা অনুসরণ করে দুর্বল জেলাগুলোর জন্য পৃথক পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণের সুপারিশ করেন।
এছাড়া বেসরকারি সংস্থাগুলোকে আর্থিক সহায়তা দিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও নজরদারিতে সম্পৃক্ত করা, লাইসেন্সিং ও খুচরা বিক্রয় নিষিদ্ধ সংক্রান্ত ধারা যুক্ত করে দ্রুত আইন সংশোধন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ টাস্কফোর্স কমিটির সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনকারী কোম্পানিগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে বাজার মনিটরিং কার্যক্রমে এমআরপি, প্যাকেটের স্বাস্থ্য সতর্কবার্তা (ওয়ার্নিং)সহ তামাকবিষয়ক বিধিবিধান কঠোরভাবে প্রয়োগ করতে হবে।
সভা থেকে সরকারি উদ্যোগে তামাক নিয়ন্ত্রণসংক্রান্ত গবেষণা পরিচালনা এবং তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক কর্মসূচি গ্রহণের সুপারিশ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *