আলমডাঙ্গা বৈদ্যনাথপুরে পাখিভ্যান থামিয়ে যাত্রীদের জিম্মি করে ডাকাতি

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার হারদী-হাট বোয়ালিয়া সড়কের বৈদ্যনাথপুর ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত ভোররাতে এ ভয়াবহ ডাকাতির ঘটনাটি ঘটে। সংঘবদ্ধ একদল ডাকাত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে একটি পাখিভ্যান থামিয়ে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং শেষে তাদের চড়ে থাকা পাখি ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, যে স্থানে এই ডাকাতির ঘটনা ঘটেছে, সেখান থেকে ওসমানপুর-প্রাগপুর পুলিশ ক্যাম্প প্রায় ২ কিলোমিটার, হারদী সেনাবাহিনীর ক্যাম্প প্রায় ১ কিলোমিটার এবং হাট বোয়ালিয়া পুলিশ ক্যাম্পও প্রায় ১ কিলোমিটার দূরে অবস্থিত। এতগুলো নিরাপত্তা স্থাপনার কাছাকাছি এলাকায় ভোরবেলা ডাকাতির ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
এলাকাবাসীর মতে, এই ঘটনা প্রমাণ করে অপরাধীরা দিন দিন আরও সংঘবদ্ধ ও ভয়ংকর হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভপ্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ভরসা করে এখন রাস্তায় চলাচল করাটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মনে হচ্ছে, নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিতে হবে। আরও অভিযোগ করা হচ্ছে, পুলিশ প্রশাসন অপরাধীদের আটক করলেও তারা খুব অল্প সময়ের মধ্যেই আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে বেরিয়ে আসছে। এতে অপরাধ দমনে কার্যকর প্রতিরোধ গড়ে উঠছে না বলে মনে করছেন অনেকেই। স্থানীয়দের একাংশ রাজনৈতিক প্রভাব ও আইনি তৎপরতাকেও এই পরিস্থিতির জন্য দায়ী করছেন, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে-যে সড়কে নিয়মিত ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে, সেখানে কেন রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিয়মিত টহল জোরদার করা হচ্ছে না?
এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে- হারদী টু হাট বোয়ালিয়া রোডে রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত পুলিশি টহল বৃদ্ধি সেনাবাহিনীর যৌথ ও নিয়মিত টহল সড়কের মাঝামাঝি স্থানে একটি স্থায়ী চেকপোষ্ট স্থাপন গোয়েন্দা নজরদারি বাড়িয়ে চোর, ছিনতাইকারী ও সংঘবদ্ধ ডাকাত চক্র শনাক্ত ও গ্রেফতারের। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। তা না হলে এই গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ মানুষের নিরাপদ চলাচল আরও অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *