আলমডাঙ্গায় যৌথ অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার, আসামি পালাতক

আলামডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি অবৈধ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত ভোর রাতে আনুমানিক সাড়ে ৪টার দিকে এই অভিযান পরিচালিত হয়। হারদী আর্মি ক্যাম্প থেকে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এবং আলমডাঙ্গা থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার বেলগাছি গ্রামের বাসিন্দা রায়হান জোয়াদ্দারের ছেলে শামীম রেজা (৩৫)-এর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তার বসতবাড়ি থেকে একটি অবৈধ ওয়ান শুটার গান উদ্ধার করা হলেও অভিযানের খবর পেয়ে শামীম রেজা কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *