দর্শনা অফিস
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম দর্শনা পৌরসভার প্রশাসক হিসেবে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় তিনি দর্শনা পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ১৭ ডিসেম্বর দর্শনা পৌরসভার প্রশাসক তাসফিকুর রহমান নড়াইল জেলার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি হন। পরবর্তীতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমকে দর্শনা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে দুপুর ২টায় পৌর প্রশাসকের কার্যালয়ে দর্শনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ওবাইদুর রহমান সাহেল।
সভায় ইউএনও ওবাইদুর রহমান সাহেল বলেন, মানুষের সেবা দেওয়াই আপনাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। দর্শনা পৌরসভার কোনো সেবাগ্রহীতা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, পূর্ববর্তী প্রশাসক একজন ভালো মনের মানুষ ছিলেন। পৌরবাসী তার কাছ থেকে সেবা নিয়ে সন্তুষ্ট হয়ে ফিরতেন। অল্প সময়েই তিনি পৌরবাসীর মন জয় করতে পেরেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
নবাগত পৌর প্রশাসক শাহিন আলম বলেন, পৌরবাসীর প্রধান চাহিদা হলো রাস্তাঘাট ও ড্রেন পরিষ্কার, সড়কবাতি সচল রাখা এবং জন্ম-মৃত্যু সনদসহ বিভিন্ন সেবা সহজে পাওয়া। এ ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতির সুযোগ থাকবে না। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের যে বকেয়া বেতন ও ভাতা রয়েছে, তা পরিশোধের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন দর্শনা পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব সাজেদুল আলম, পৌর কর নির্ধারক জাহিদুল ইসলাম, হিসাবরক্ষক আরিফিন হোসেন, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম, সহকারী কর আদায়কারী গোলাম কিবরিয়া, শফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাকসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
দর্শনা পৌরসভার প্রশাসক হিসেবে যোগদান করলেন এসিল্যান্ড শাহিন আলম



