আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার নিমতলা গ্রামের বটতলা মোড় এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বড়গাংনী গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ইব্রাহীম (২৯) ও বাদল রশীদের ছেলে দিপু (১৯)।
পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের নির্দেশনায় এসআই (নিঃ) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালেতাদের কাছ থেকে ৬পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আলমডাঙ্গায় ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার- ২



