ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের শহরতলীর আর্দশপাড়ায় একটি ব্যাটারীর গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এঘটনায় আটকে পড়া ব্যবসায়ীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের একটি দল। রবিবার দিবাগত রাত ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে।
ব্যবসায়ী শাহিন জানান, গতকাল রবিবার দিবাগত রাত রাত পৌনে ৪টার দিকে ঘুম ভেঙ্গে গেলে উঠে দেখে বাড়ির নিচতলা (ব্যাটারীর গুদাম) থেকে আগুনের শিখা আসছে উপরে এরপর তিনি নিচে নামতে গিয়ে দেখে আগুনে তিব্রতা অনেক বেশি এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এ সময় শাহিন পুলিশকে খবর দিলে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং একপর্যায়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে এনে ব্যবসায়ীকে জীবিত উদ্ধার করে।
এ ঘটনায় ব্যবসায়ী শাহিন অভিযোগ করে বলেন, তার আপন ভাইয়েরা ইচ্ছাকৃতভাবে তাকে ক্ষতিগ্রস্থ করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। তবে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার তানভির বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনার পাশাপাশি ব্যাটারী গুদামের মালিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হই। এ ঘটনাটি দেখে আমাদের কাছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে হয়েছে।
ঝিনাইদহে ব্যাটারীর গুদামে আগুন



