মজুরি বৃদ্ধির দাবিতে চা বাগানে ধর্মঘট


আজকের চুয়াডাঙ্গা ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২২, ৯:৪২ AM
মজুরি বৃদ্ধির দাবিতে চা বাগানে ধর্মঘট

মজুরি বৃদ্ধির দাবিতে আজ শনিবার থেকে চট্টগ্রাম, সিলেটসহ সারা দেশের ২৩১টি চা বাগানে ধর্মঘটের ডাক দিয়েছে চা শ্রমিকরা।

শনিবার (১৩ আগস্ট) চা-বাগানের সব কাজ বন্ধ করে দাবি আদায়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশসহ বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে অবস্থান নেয়ার জন্য প্রতিটি চা-বাগানের শ্রমিকদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার দুপুরে এক সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন চন্দ্র পাল এ ঘোষণা দেন।

চা শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, দৈনিক মজুরি ৩০০ টাকা বাড়ানোর দাবিতে গত ৪ দিন ধরে কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করছেন তারা। এসময় তারা বেশি কিছু দাবি বাস্তবায়নের আহবান জানান। কিন্তু বাগান মালিকরা বিষয়টি গুরুত্ব না দেয়ায় ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

এদিকে, মালিক পক্ষ বলছে, এখন চা তোলার মৌসুম। এসময় চা শ্রমিকদের এমন কর্মসূচি কাম্য নয়।

আজকের চুয়াডাঙ্গা এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আজকের চুয়াডাঙ্গা এর ফেইসবুক পেজ এ , আজকের চুয়াডাঙ্গা এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আজকের চুয়াডাঙ্গা ইউটিউব চ্যানেলে