ইসরায়েলি বিমান হামলা গাজার স্কুলে, নিহত ৫০


আজকের চুয়াডাঙ্গা➤ আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৩, ১১:৪৩ PM
ইসরায়েলি বিমান হামলা গাজার স্কুলে, নিহত ৫০

অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাতিসংঘ পরিচালিত আল-ফাখুরা স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৫০ জন নিহত এবং দুই শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) ভোরে ইসরায়েল এ হামলা চালিয়েছে। এ তথ্য জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। খবর আল-জাজিরার

ইসরায়েলি বোমা হামলায় দেখা গেছে, আল-ফাখুরা স্কুলের অনেক কক্ষ ও করিডোরে ফিলিস্তিনিদের মরদেহ পড়ে আছে। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে।

গাজার এক স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, শনিবার ভোরের দিকে ইউএনআরডব্লিউএ পরিচালিত স্কুলটিতে হামলা হয়েছে। স্কুলটিতে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আলজাজিরার আরেক প্রতিনিধি তারেক আবু আজজুম বলেন, ‘সর্বত্র মরদেহ পড়ে আছে এবং মেডিকেল টিমের সদস্যরা আহতদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।’

আজকের চুয়াডাঙ্গা এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আজকের চুয়াডাঙ্গা এর ফেইসবুক পেজ এ , আজকের চুয়াডাঙ্গা এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আজকের চুয়াডাঙ্গা ইউটিউব চ্যানেলে