হিজলগাড়ী প্রতিনিধি
দীর্ঘদিন যাবৎ অসুস্থ চুয়াডাঙ্গা সদর উপজেলা তিতুদহ ইউনিয়নের প্রবীণ রাজনীতিবিদ বিএনপির নেতা ও বড় শলুয়া নিউ মডেল ডিগ্রী কলেজের বিদ্যুৎসায়ী সদস্য আশকার আলী। গতকাল রবিবার বিকাল ৫টার দিকে অসুস্থ আশকার আলীকে দেখতে তার বাসায় যান চুয়াডাঙ্গা সদর উপজেলা নবগঠিত নেহালপুর ইউনিয়ন যুবদলের নেতা ও হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় সভাপতি হাসান মাস্টার।
এই সময় আশকার আলীর অসুস্থতা ও চিকিৎসাসহ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন।
এই সময় উপস্থিত ছিলেন, নবগঠিত নেহালপুর ইউনিয়নের যুবদল নেতা রিপন আলী, ফার”ক জোয়াদ্দার, তুজাম আলী, শ্যামল মিয়া, মিজানুর রহমান, শুকুর আলীসহ নেতৃবৃন্দ।