চুয়াডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিক্ষা ব্যবস্থা, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, খাদ্যে ভেজাল রোধ, মোবাইল কোর্ট পরিচালনা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মানব পাচার প্রতিরোধ, সড়ক ও পরিবহন ব্যবস্থা, পাতলা পলিথিন বর্জন ও পাট জাত পণ্যের ব্যবহার বৃদ্ধিকরন, রাস্তাসহ সরকারি জায়গা অবৈধভাবে দখল মুক্তকরন, অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ ও পাসপোর্ট সংশ্লিষ্ট সেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

                অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশীর সঞ্চালনায় গত জুন মাসের  জেলা আইন-শৃঙ্খলা কমিটি সভার কার্যবিবরণী পাঠ করেন সহকারী কমিশনার সামিউল আজম। চুয়াডাঙ্গা জেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। তাতে দেখা গেছে, গত মে মাসে ডাকাতি দস্যুতার ঘটনা ঘটেছে ২ টি, খুন ৩ টি, অপমৃত্যু ১৮ টি, ধর্ষণ ৩ টি, নারী ও শিশু নির্যাতন ১০ টি, চুরি ৫ টি, অস্ত্র আইন সংঘটিত অপরাধ ১ টিসহ মোট ১৪০টি ঘটনা ঘটেছে। অপরদিকে জুন মাসে ডাকাতি দস্যুতা ১টি, খুন ১টি, অপমৃত্যু ২১টি, ধর্ষণ ২টি, নারী ও শিশু নির্যাতন ৫টি, চুরি ২টি ও বিস্ফোরক আইনে সংঘটিত অপরাধ ৪টি সহ মোট ৯৯টি ঘটনা ঘটেছে। যা মে মাসের থেকে তুলনামূলক কম।

তিনি আরো বলেন, বাল্যবিবাহ, যৌতুক এবং যৌন হয়রানি প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলাব্যাপী মোট ১৪ টি প্রচারণামূলক সভা করা হয়েছে। গত জুন মাসে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্টের মাধ্যমে ২টি অভিযানে ২টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক জুন মাসে ৪২ টি অভিযানে ১৩৫টি মামলায় ২ লক্ষ ৯৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আরোপ এবং ৮ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড আরোপ করা হয়। সড়ক পরিবহন আইনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ৯৭ টি মামলায় ৫৪ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয় এবং পুলিশ বিভাগ কর্তৃক ২২০ টি মামলায় ৯ লক্ষ ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক তাহমিদ জামিল। তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে ভেজাল ঔষধ, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় ও ঔ ওষুধের মান নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ঔষধ এর মান নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান। 

পাবলিক প্রসিকিউটর মারুফ সরোয়ার বাবু বলেন, চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা ও যানজট মোকাবিলায় সড়কে ইজিবাইক চলাচলকে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখার আহ্বান জানান। বিএনপি নেতা এম জেনারেল বলেন, চুয়াডাঙ্গা শহরে ফ্লাইওভারের নিচে সড়কটি যানবাহন চলাচলের প্রায়  অযোগ্য হয়ে পড়েছে। তাছাড়া বৃষ্টির মৌসুমে সড়কটি দিয়ে সঠিকভাবে যানবাহন চলাচল করতে পারছে না তাই সড়কটি দ্রুত মেরামতের জন্য আহ্বান জানান তিনি।  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ বলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার পাড়া/ মহল্লায় ১২ থেকে ১৬ বছর বয়সী কিশোররা সন্ধ্যার পর দলবদ্ধ হয়ে চলাফেরা করে। এতে করে তারা নিজেরা কিশোরগ্যাং ও মাদকাসক্তের মতো ভয়ংকর অপরাধ জগতে জড়িয়ে পড়ছে। এই পরিস্থিতি নিরসনে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান।

৬ বিজিবি অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্ত হত্যা ও মাদকদ্রব্যের বিরুদ্ধে বিজিবি সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সীমান্তে হত্যাকান্ডের ঘটনায় আমরা বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়েছি।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা সীমান্তবর্তী জেলা। চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়, চাঁদাবাজি ও সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে। চুয়াডাঙ্গা সড়ক পরিবহন ও সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে বলে। এ সময় আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ, জামায়াত ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির এ্যাড. রুহুল আমিন, ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আওলিয়ার রহমান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ বিদ্যুৎ কুমার বিশ্বাস, হেমন্ত কুমার, ছাত্রনেতা সজিবুল ইসলাম।

আইনশৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, জেলা আনসার কমান্ডেন্ট ফারুক হোসেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, চুয়াডাঙ্গা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, সমাজসেবার উপ-পরিচালক সিদ্দিকী সোহেলী রশীদ, বিএনপি নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, ছাত্র প্রতিনিধি আসলাম হোসেন অর্কসহ কমিটির সদস্যবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *