চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা, সিটি রেড ক্রিসেন্টের সচেতনতামূলক মাইকিং

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরীতে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে। এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে স্থানীয় জনগণকে সচেতন ও সতর্ক করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের যুব রেড ক্রিসেন্ট জরুরি ভিত্তিতে সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করেছে।

এই কার্যক্রম পরিচালিত হয় চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম. তামজীদের পরিকল্পনা ও দিকনির্দেশনায়, এবং দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগের বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলামের তত্ত্বাবধানে। শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ঘেঁষা এলাকায় মাইকিং ও সরাসরি প্রচারণার মাধ্যমে স্থানীয়দের সতর্ক করা হয়।

প্রায় ৩০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক কয়েকটি দলে ভাগ হয়ে চট্টগ্রাম সিটির আকবর শাহ ঝিলের পাড়, পাহাড়তলী ও লালখানবাজারের মতিঝর্ণা এলাকা জুড়ে এ সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো হয় “আপনারা যেকোনো সময় পাহাড়ধসের শিকার হতে পারেন। অনুগ্রহ করে নিরাপদ স্থানে সরে যান। প্রয়োজনে রেড ক্রিসেন্টের সহযোগিতা নিন।”

এ সময় স্থানীয়দের মাঝে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করা হয় এবং জরুরি যোগাযোগ নম্বরও সরবরাহ করা হয়, যাতে তারা যেকোনো বিপদে দ্রুত সহায়তা পেতে পারেন।

এ ধরনের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে যুব রেড ক্রিসেন্টের এক স্বেচ্ছাসেবক বলেন “আমরা শুধু প্রচারণা চালাচ্ছি না, মানুষের দুশ্চিন্তা ও ভয় কাটিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

চট্টগ্রাম সিটি ইউনিটের যুব প্রধান আ. ন. ম. তামজীদ বলেন, “প্রাকৃতিক দুর্যোগে সচেতনতা এবং প্রাথমিক সাড়া দিতে আমরা সবসময় প্রস্তুত। পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত পৌঁছে জনগণকে সচেতন করাই ছিল আমাদের মূল লক্ষ্য।”

উল্লেখ্য, চট্টগ্রামে প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঘটনা ঘটে এবং বহু মানুষের প্রাণহানি ঘটে থাকে। তাই আগাম সতর্কতা ও স্থানীয়দের সচেতন করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *