সবুজের বন্ধনে এসএমজে আলমডাঙ্গার বিভিন্ন স্কুলে বৃক্ষ বিতরণ উৎসব

আলমডাঙ্গা অফিস
‘সবুজ পৃথিবী, সুস্থ ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে রেখে এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুরু করেছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকাল ৫ ঘটিকায় একযোগে হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়, ওসমানপুর প্রাথমিক বিদ্যালয়, ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসা ও প্রাঙ্গণে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.এ থানা জামায়াতে ইসলামীর সভাপতি ও সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্বাস উদ্দীন। বিআরডিবি আলমডাঙ্গার চেয়ারম্যান এসএম বিপ্লব হোসেন, বিশিষ্ট সমাজসেবক শাহজাহান, শিক্ষানুরাগী আরিফুল ইসলাম, মানবাধিকার কর্মী শাহাজউদ্দীন, সমাজসেবক হবিবর রহমান।
এসময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের হাতে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “ছাত্রছাত্রীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তোলা সম্ভব।”
বিআরডিবি আলমডাঙ্গার চেয়ারম্যান বলেন,” এসএমজে ফাউন্ডেশনের এই উদ্যোগ আসলেই প্রসংশার দাবিদার। গ্রীষ্মের তাপদাহ, শীতের তীব্রতা ও বর্ষায় অনাবৃষ্টি হতে রক্ষায় বৃক্ষরোপনই একমাত্র সমাধান। ” এসময় তিনি সকলকে নূন্যতম একটি হলেও গাছ রোপণের আহবান জানান।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহজাহান আলী বলেন,” সুন্দর পৃথিবী গড়তে এই তরুনদের কার্যক্রমই অনুপ্রেরণার। এসময় তিনি সকলকে গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যার বিষয়টিও বিবেচনায় নিতে বলেন।
মানবাধিকার সংস্থার সদস্য শাহাজউদ্দীন বলেন,” আগামীর বাসযোগ্য পৃথিবী বিনির্মানে এই বৃক্ষরোপন এবং এসকল কর্মসূচিতে তরুনদের আগ্রহ অনেক বেশি আশার সঞ্চার করেন। এসএমজে এর সকল কার্যক্রম দেশমাতৃকার সংরক্ষন ও মানুষের জন্য হোক সেই প্রত্যাশা। চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আরিফুল ইসলাম বলেন,” গাছ লাগানো এবং এর পরিচর্যাও সুন্নত। গাছ লাগানোর ফলে সদাকা আপনার মৃত্যু পরবর্তী জীবনকেও প্রভাবিত করবে। ” কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণ, রাস্তার পাশ ও বিভিন্ন জনসাধারণের চলাচলের স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা রোপণ ও বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মতিউর রহমান স্বাধীন বলেন, “আমরা শুধু চারা বিতরণেই সীমাবদ্ধ থাকছি না, গাছগুলো যাতে সঠিকভাবে বেড়ে ওঠে সে বিষয়েও তদারকি করা হবে। আমাদের লক্ষ্য—শুধু আজ নয়, আগামী প্রজন্মকে একটি টেকসই সবুজ পরিবেশ উপহার দেওয়া।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, শামীম রেজা, শাওন হোসেন রুমন, রোহান, সোহাগসহ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে। পরিবেশ সচেতনতার এ মহৎ উদ্যোগ এলাকাবাসী ও শিক্ষার্থী মহলে ব্যাপক প্রশংসা পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *