কেডিকে প্রতিনিধি
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। গতকাল রবিবার বিকাল ৫টার দিকে খয়েরহুদায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডে গনসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেডিকে ইউনিয়নের আমির আব্দুর রহমান, সেক্রেটারী ইসমাইল হোসেন , কেডিকে ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর সাত্তার সাহেব, কৃষিজীবি কেডিকে ইউনিয়ন সভাপতি মোকলেছুর রহমান বকুল, ৭নং ওয়ার্ড সভাপতিসহ সকল নেতাকর্মীদের নিয়ে খয়েরহুদার বিভিন্ন পাড়া, মহল্লার ভোটারদের মাঝে সাক্ষাৎ করেন।
শ্রম জীবী ও দিন মজুর ভাইদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছেদাড়ি পাল্লা মার্কার ভোট চেয়ে গনসংযোগ শেষ করেন।



