২৩১ কোটি টাকার সম্পদের মালিক দিলীপ কুমার আগরওয়ালা


আজকের চুয়াডাঙ্গা ➤ নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৩, ১০:১৫ AM
২৩১ কোটি টাকার সম্পদের মালিক দিলীপ কুমার আগরওয়ালা

প্রথম বারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন ব্যবসায়ী নেতা দিলীপ কুমার আগরওয়ালা। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে চুয়াডাঙ্গা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দেশের শীর্ষস্থানীয় জুয়েলারি ও ডায়মন্ড ব্যবসায়ী তিনি। স্থাবর-অস্থাবর সম্পদ মিলে তাঁর রয়েছে ২৩১ কোটি টাকার সম্পদ। স্ত্রীর নামেও রয়েছে অঢেল সম্পদ।

দিলীপ আগরওয়ালা চুয়াডাঙ্গা পৌর এলাকার বড়বাজার পাড়া পুরাতন গলির অমিয় কুমার আগরওয়ালার ছেলে। কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের একাধিকবার নির্বাচিত পরিচালক এবং বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা থেকে জানা যায়, তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক। দিলীপ কুমার আগরওয়ালার আয়ের উৎস- ভাড়া থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা, ব্যবসা থেকে ২ কোটি ৩২ লাখ ৪৪ হাজার ৪৯৪ টাকা, শেয়ার, ব্যাংক আমানত ৪১ লাখ ১৫ হাজার ৩৬০ টাকা, সম্মানী ভাতা ১ কোটি ২৬ লাখ টাকা। তাঁর বার্ষিক আয় ৪ কোটি ৪ লাখ ৩৯ হাজার ৮৫৪ টাকা।

তাঁর ওপর নির্ভরশীলদের আয়ের উৎস- ব্যবসা থেকে ৪১ লাখ ৭৯ হাজার ২৬৪ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত ২২ লাখ ৩৩ হাজার ১১৮ টাকা, চাকরি ও সম্মানি ভাতা ২ কোটি ৯২ লাখ টাকা। নির্ভরশীলদের মোট আয় ৩ কোটি ৫৭ লাখ ১২ হাজার ৩৮২ টাকা।

যেকোনো প্রার্থীর চেয়ে তাঁর অস্থাবর সম্পদ রয়েছে অনেক বেশি। নগদ টাকা ৪ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ২০৩ টাকা, বৈদেশিক মুদ্রা (ইউএসডি) ২১ হাজার ৪৯৮ ডলার, ব্যাংকে জমা ৭৬ লাখ ৮ হাজার ৯১৩ টাকা, বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ, কোম্পানির শেয়ার ১৬৫ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৪৯৫ টাকা, পোস্টাল সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত ২ কোটি ১৬ লাখ ৮৪ হাজার ৪১৯ টাকা, যানবাহন ৩ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকা, স্বর্ণ ১৮৮ ভরি, ডায়মন্ড ৪৬ গ্রাম, যার মূল্য ১ কোটি ৫ লাখ টাকা, ইলেকট্রনিক্স সামগ্রী ৩১ লাখ ৭০ হাজার টাকা, আসবাবপত্র ৪১ লাখ টাকা, অন্যান্য ১৩ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৭০৪ টাকা। অস্থাবর সম্পদ রয়েছে মোট ১৯১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ৭৩৪ টাকার।

স্ত্রীর নামেও রয়েছে অস্থাবর সম্পদ ৪৯ কোটি ৭৯ লাখ ২১ হাজার ৩১১ টাকার। নগদ টাকা ৬২ লাখ ১২ হাজার ৮৯৩ টাকা, বৈদেশিক মুদ্রা (ইউএসডি) ৭ হাজার ৩৬২ ডলার, ব্যাংকে জমা ১৬ লাখ ১৯ হাজার ১৪০ টাকা, বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ, কোম্পানির শেয়ার ২৫ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৪৬ টাকা, পোস্টাল সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত ২১ লাখ ৫০ হাজার টাকা, যানবাহন ৮৩ লাখ ১০ হাজার টাকা, স্বর্ণ ২৩৯ ভরি, ডায়মন্ড ৬২ গ্রাম, যার মূল্য ৮৫ লাখ টাকা, ইলেকট্রনিক্স সামগ্রী ২৮ লাখ ২৫ হাজার টাকা, আসবাবপত্র ৪৩ লাখ টাকা, অন্যান্য ২০ কোটি ৭১ লাখ ৯০ হাজার ২৩২ টাকা।

তার ওপর নির্ভরশীলদের অস্থাবর সম্পদ রয়েছে ৩৫ কোটি ২ লাখ ৬০ হাজার ৪৮২ টাকা। নগদ টাকা ৯ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার ৮৪৭ টাকা, বৈদেশিক মুদ্রা (ইউএসডি) ১৮ হাজার ১৫৩ ডলার, ব্যাংকে জমা ২৭ লাখ ৩৬ হাজার ৫৮০ টাকা, বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ, কোম্পানির শেয়ার ২০ কোটি ৫১ লাখ ৯৭ হাজার ২৫৫ টাকা, পোস্টাল সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত ২২ লাখ টাকা, স্বর্ণ ২৫৫ ভরি, ২৪ ক্যারেট ডায়মন্ডের মূল্য অজানা, সোনার মূল্য দেখানো হয়নি, ইলেকট্রনিক্স সামগ্রী ১ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা, আসবাবপত্র ১ লাখ ৫৬ হাজার টাকা, অন্যান্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

স্থাবর সম্পদ রয়েছে দিলীপ কুমার আগরওয়ালার ঢাকা ও চুয়াডাঙ্গায়। কৃষি জমি রয়েছে ৫ একরের বেশি, যার মূল্য ৭ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ৮৭৪ টাকার। অকৃষি জমি রয়েছে এক একরের বেশি, যার মূল্য ৮০ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা। দালান রয়েছে ৯৪ হাজার ৮৪৯ বর্গফুট। যার মূল্য ৩০ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ১৮৮ টাকা। বাড়ি, অ্যাপার্টমেন্ট ২৫২৬ বর্গফুট, যার মূল্য ৭৫ লাখ ৭ হাজার ৮০০ টাকা। অকৃষি জমি ১ হাজার ৪৭২ একর যার মূল্য ৬৯ লাখ ৬০ হাজার টাকা। দালান আবাসিক ৯৪৫ বর্গফুট যার বাজার মূল্য ৪১ লাখ ৭ হাজার ৮০ টাকা।

দিলীপ কুমার আগরওয়ালার রয়েছে ব্যাংক ঋণ, ব্যক্তিগত ঋণ, ব্যবসায়িক দায় ও অন্যান্য রয়েছে ৬১ কোটি ২৬ লাখ ২৫ হাজার ৭২১ টাকা। মোট সম্পদ রয়েছে ২৩১ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৩৯৬ টাকার। এর বিপরীতে দায় রয়েছে ৬১ কোটি ২৬ লাখ ২৫ হাজার ৭২১। নীট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭০ কোটি ২২ লাখ ১৯ হাজার ৬৭৫ টাকা। স্ত্রীর নীট সম্পদ রয়েছে ৫০ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার ৩৯১ টাকা।

আজকের চুয়াডাঙ্গা এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আজকের চুয়াডাঙ্গা এর ফেইসবুক পেজ এ , আজকের চুয়াডাঙ্গা এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আজকের চুয়াডাঙ্গা ইউটিউব চ্যানেলে