১ লা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার: ১ লা বৈশাখ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টার চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান।

            জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম, এ তালহা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহনারা পারভিন, জেলা ওলামা দলের সদস্য সচিব মওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মহাবুব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মওলানা মাহাবুল হক, জেলা ছাত্রদলের সিনয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর মহলদার ইমরান রিন্টু, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এম এ হাসান, সদস্য সচিব রাজা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল হাসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী।             প্রস্তুতি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ১ বৈশাখ সকাল ৯টার সময় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে সামনে থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রা চুয়াডাঙ্গা পৌর এলাকার প্রধান সড়ক কোট মোড় হয়ে, শহীদ হাসান চত্বর হয়ে, পৌরসভা মোড় হয়ে, কবরী রোড দিয়ে কলেজে রোড দিয়ে পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে শেষ হবে। পরে  সাহিত্য পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *