স্মার্টকার্ড বিতরণ ১ নভেম্বর থেকে বন্ধ


আজকের চুয়াডাঙ্গা ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৩, ১০:৩৯ PM
স্মার্টকার্ড বিতরণ ১ নভেম্বর থেকে বন্ধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্মার্টকার্ড বিতরণ বন্ধ রাখবে নির্বাচন কমিশন (ইসি)। ভোট শেষে আবার তা চালু হবে।  

সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয় বলে ইসি সূত্র জানিয়েছে। এরই মধ্যে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম এনআইডি অনুবিভাগকে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন।নির্দেশনায় বলা হয়েছে, মাঠ পর্যায়ে চলমান স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম আগামী ৩০ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। ১ নভেম্বর পরবর্তী সময় থেকে জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে। বিষয়টি মাঠ পর্যায়ে জানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এরই মধ্যে জানিয়েছেন, নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে হবে ভোটগ্রহণ। এরপর ফের চালু হবে স্মার্টকার্ড বিতরণ।

আজকের চুয়াডাঙ্গা এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আজকের চুয়াডাঙ্গা এর ফেইসবুক পেজ এ , আজকের চুয়াডাঙ্গা এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আজকের চুয়াডাঙ্গা ইউটিউব চ্যানেলে