সহযোগীতা ছাড়ায় ভোট দিলেন ৮১ বছরের বৃদ্ধা


আজকের চুয়াডাঙ্গা ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৪, ১২:৪০ PM
সহযোগীতা ছাড়ায় ভোট দিলেন ৮১ বছরের বৃদ্ধা

আশালতা কর্মকার উপজেলার খাসকররা ইউনিয়নের কর্মকারপাড়ার স্বর্গীয় অবনী কর্মকারের স্ত্রী। ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ধরে নির্ধারিত স্থানে নিয়ে যান। পরে তাকে ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার দেওয়া হয়। তিনি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালট পেপার বাক্সে ফেলেন।

ভোট দিতে একাই এসেছিলেন বৃদ্ধা আশালতা কর্মকার, ভাঙা ভাঙা কণ্ঠে তিনি বলেন, ভোটকেন্দ্রের পাশেই আমার বাড়ি। পায়ে হেটেই ভোট দিছি। এখনও হাটতে পারি, চোখেও দেখি। ভোটকেন্দ্রের কর্মকর্তারা সহযোগীতা করেছেন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার টিপু সুলতান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে নারী-পুরুষ মিলিয়ে ২৪৫ জন ভোট প্রয়োগ করেছেন। ভোটার উপস্থিতি কিছুটা কম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে।

আজকের চুয়াডাঙ্গা এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আজকের চুয়াডাঙ্গা এর ফেইসবুক পেজ এ , আজকের চুয়াডাঙ্গা এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আজকের চুয়াডাঙ্গা ইউটিউব চ্যানেলে