
স্টাফ রির্পোটার :
“জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যত হোক আলোকিত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাসপাতাল চত্বর ঘুরে আবার একস্থানে এসে শেষ হয়।

পরে সিভিল সার্জনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদি জিয়াউদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাস্থ্য সেবার বিভিন্ন দিক আলোচনা করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, সদর হাসপাতালের জুনিয়র শিশু কনসালটেন্ট ডা. মিলন, গাইনী কনসালটেন্ট ড. আকলিমা, ডা. তনময়, সিভিল সার্জন অফিসের এম ও সি এস ডা. সাজিদ হাসান, ডা. শামিমা ইয়াসমিন, ইম্পাক্ট হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. শফিউল কবির জিপু প্রমুখ।
বক্তারা বলেন, বিশেষ করে আমাদের মাতৃ ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। একইসাথে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানোর উপর বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়।