মুন্সিগঞ্জ প্রতিনিধি:
পবিত্র রমজান উপলক্ষে রেডিয়েন্ট কোচিং সেন্টারের উদ্যোগে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোঃ আনারুল ইসলাম, সহকারী শিক্ষক আল আমিন ইসলাম, কোচিং সেন্টারের পরিচালক মোঃ ফিরোজ আহমেদ, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা পবিত্র রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নৈতিক ও একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধিতে ইসলামী শিক্ষার ভূমিকা তুলে ধরেন। শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত ইফতার মাহফিলটি শিক্ষার্থী ও অতিথিদের মিলনমেলায় পরিণত হয়, যেখানে সবাই একসাথে ইফতার গ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন।