মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় কৃষকের মর্মান্তিক মৃত্যু


আজকের চুয়াডাঙ্গা➤ মেহেরপুর প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৩, ৫:৪০ PM
মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় কৃষকের মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরের মুজিবনগরে অবৈধ ট্রলির চাকায় পিষ্ট হয়ে ওয়াজেদ আলী (৬০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াজেদ আলী মুজিবনগর উপজেলার দারিয়াপুর পুকুরপাড়ার মৃত আবদুল্লাহর ছেলে। ট্রলিচালক আজিজুল ইসলামও একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দারিয়াপুর বিজিবি ক্যাম্প সড়কে কৃষক ওয়াজেদ আলী নিজের জমির ধান মাড়াই করে সড়কে তুলছিলেন। এসময় পিছন দিক তারই প্রতিবেশী আজিজুল ইসলাম ট্রলি নিয়ে তার জমিতে যাচ্ছিলেন। ট্রলিচালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি ওয়াজেদকে ধাক্কা দেয়।

এতে সড়কে ছিটকে পড়ে গুরতর জখম হন ওয়াজেদ। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাজমুস সাকিব তাঁকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক নাজমুস সাকিব বলেন, তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, এ ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের চুয়াডাঙ্গা এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আজকের চুয়াডাঙ্গা এর ফেইসবুক পেজ এ , আজকের চুয়াডাঙ্গা এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আজকের চুয়াডাঙ্গা ইউটিউব চ্যানেলে