স্টাফ রির্পোটার:
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাবার সময় ৫৮ বিজিবি অভিযান চালিয়ে ৪ ব্যক্তিকে আটক করেছে। মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম গতকাল সোমবার রাত ৮টায় গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার সন্ধ্যা ৬টার দিকে বাঘাডাংগা সীমান্ত পিলার-৬০/৪১-
আর হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় বাগাডাঙ্গা গ্রামের মোঃ আফাং মিয়ার বাড়ির মধ্যে হতে বাংলাদেশী ৪ জন নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলো সুশেন কুমার রায় ( ২৩), সামাদ ইসলাম রাব্বি( ২৪) , শুকি রাম অধিকারী (৫৫) ও ১ জন নারী। আটককৃত ধুরকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।