স্টাফ রিপোর্টার: মহেশপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় ঔষধ ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ মার্চ) সকালে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে আসামীবিহীন সাড়ে ১৯ হাজার পিচ ঔষধ ও ৬১৭ পিচ কীটনাশক আটক করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, শনিবার সকাল ৭টার দিকে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ মাধবখালী এলাকায় সুবেদার মোহাম্মদ আতিয়ার রহমানের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত পিলার-৭১/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের আম বাগানের মধ্যে থেকে আসামীবিহীন ১৯ হাজার ৫শ’ পিচ ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
অপরদিকে নতুনপাড়া এলাকায় নায়েক রুহুল আমিনের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় নতুনপাড়া গ্রামের কদর আলীর আম বাগানের মধ্যে থেকে আসামীবিহীন ৬১৭ পিচ বিভিন্ন প্রকার ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।