বিশ্ব পানি দিবসে চুয়াডাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: ‘পানি অপচয় রোধ করি, সুস্থ জীবন গড়ি’, মাটির নীচের পানি অশেষ নয়, আপনার সন্তানের স্বার্থে পানি ব্যবহারে যত্নশীল হউন। ‘হিমবাহ সংরক্ষণ’ এ প্রতিপাদ্যকে ধারন করে চুয়াডাঙ্গায় বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব আলম ইসলাম।

জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে বিশ্ব পানি দিবস- ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি পানি সংরক্ষণ ও সচেতনতার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এছাড়া পানি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ, মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক হামিদুল হক মুন্সি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাজাহান আলী প্রমুখ।

বক্তারা বলেন, মানুষের দৈনন্দিন জীবনের নানামুখী চাহিদা পূরণসহ কৃষিকাজ, মৎস্য উৎপাদন ও শিল্পায়নের জন্য পানির বিকল্প নেই। সেইজন্য পানির প্রতিটি ফোটার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের সবাইকে সচেতন হতে হবে। যাতে নদী, পুকুর ও জলাশয়ের পানি দূষিত না করি। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ২২ মার্চকে পানি দিবস হিসেবে ঘোষণা করা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *