বিয়ের বাজার করে বাড়িতে ফেরা হলনা প্রবাস ফেরত যুবকের

মেহেরপুর অফিস: বিয়ের আগের রাতে মেহেরপুরের গাংনীর চৌগাছায় স্যালোইঞ্জিন চালিত যান আলগামন এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন নামের সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার রাত ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন (২৫) গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে। ছেলের মৃত্যু সংবাদে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা তোজাম্মেল।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ দিন আগে সৌদি আরব থেকে দেশ আসেন সাগর। আজ রবিবার বিয়ে তাই গাংনী উপজেলা শহর থেকে বিয়ের বাজার করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গাংনী কাথুলি সড়কের চৌগাছা পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছুলে বিপরিত দিক থেকে আসা একটি আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকের চুয়াডাঙ্গা/এ এইচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *