বিদ্যুৎ চলে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীরা আধাঘন্টা পরীক্ষা দিতে পারেনি, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ

স্টাফ রির্পোটার: বিদ্যুৎ চলে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীরা ইংরেজী ২য় পত্র পরীক্ষা আধাঘন্টা দিতে পারেনি। ১৭ এপ্রিল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবলি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘটনাটি ঘটে। এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, প্রতিদিনের ন্যায় গতকাল সকাল ১০টায় ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল ছিলো ইংরেজী ২য় পত্র পরীক্ষা। পরীক্ষা চলাকালীন বেলা সাড়ে ১২ টার দিকে সামান্য ঝর বৃষ্টিতে বিদ্যুত চলে যায়। এতে কেন্দ্রের একাডেমিক ভবনসহ কয়েকটি রুম ঘুটঘুটে অন্ধকারে নিন্মজিত হয়ে পড়ে। বিশেষ করে একাডেমিক ভবন -২ এর রুম নং ১১১ তে পরীক্ষার্থী ছিলো ৪২ জন। এ সময় রুমে অন্ধকারের কারনে প্রায় আধাঘন্টা কোন শিক্ষার্থী উত্তর পত্রে কোন কিছু লিখতে পারেনি। বেলা ১টা বাজার সাথে সাথে হলে গার্ডের দায়িত্ব থাকা শিক্ষকরা মূল্যায়ন পত্র নিয়ে নেয়। খাতা নেয়ার সময়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। অনেকে বলেন ১৫/২০ মার্কের প্রশ্নের উত্তর দিতে পারেনি। ঝিনাইদহ বাসষ্ট্যান্ড পাড়ার এক শিক্ষার্থীর বাবা এনামুল হক বলেন, আমার মেয়ে ১১১ নং রুমে পরীক্ষা দিচ্ছে। আজ বেলা সাড়ে ১২ টার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ওই রুমের কেউ আর লিখতে পারেনি। আবার নির্ধারিত সময়ে খাতা নিয়ে নেয়। এতে আমার মেয় ১৫ মার্কের উত্তর করতে পারেনি। আগামী পরীক্ষাগুলোতে এমন বিব্রতকর অবস্থায় পড়তে না হয়, তার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ ব্যাপারে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা বলেন, আমাদের প্রতিটি রুমে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে। তবে আগামীতে বিদ্যুৎ চলে গেলেও যাতে রুমে আলো থাকে সে ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্টিতব্য বৈঠকে এসএসসি পরীক্ষায় প্রতিটি রুমে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। সেখানে প্রতিটি প্রধান শিক্ষক তাতে সন্মত্তি জানান। তারপরে জেলার প্রধান কেন্দ্রে ঘটল এ ঘটনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *