আজকের চুয়াডাঙ্গা ডেক্স: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।বিক্ষোভকালে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেন। এ সময় তাঁদের হাতে গণহত্যা বন্ধ, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিসহ বিভিন্ন প্ল্যাকার্ডও দেখা যায়। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে এতে যোগ দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক আবদুল হাসিব চৌধুরী। তিনি বলেন, এই ফিলিস্তিনিদের ওপর, হত্যা-নির্যাতন, গণহত্যা সেই ১৯৪৮ সাল থেকে চলছে। তারও আগে ঔপনিবেশিক কাল থেকে উচ্ছেদ চলছে। ফিলিস্তিনে উপনিবেশ স্থাপন করেছিল ব্রিটিশ ও ফ্রান্সের ঔপনিবেশিক শক্তি।
অধ্যাপক আবদুল হাসিব চৌধুরী বলেন, ‘১৯৪৩ সালে তৎকালীন বাংলায় কৃত্রিমভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল, ফসলের উৎপাদন–ঘাটতি থেকে সে দুর্ভিক্ষ হয়নি। তাতে ৩০-৪০ লাখ মানুষ মারা যায়, এটা কি গণহত্যা নয়? এই গণহত্যা ঔপনিবেশিক শক্তি বরাবরই চালিয়ে আসছে, এক ঐতিহাসিক অবিচারের মধ্যে আমরা আছি আজ।’
গাজার বর্তমান ধ্বংসস্তূপের মধ্য থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন বুয়েটের এই সহ–উপাচার্য। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে চলমান এই লড়াই মেধা ও মননের লড়াই। তাই তিনি বুয়েটের শিক্ষার্থীদের সেভাবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।