পেটের সমস্যা আপনাকে দিচ্ছে মানসিক অবসাদ!


আজকের চুয়াডাঙ্গা ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২২, ১০:২১ AM
পেটের সমস্যা আপনাকে দিচ্ছে মানসিক অবসাদ!

স্নায়ুর অবস্থার উপর নির্ভর করে মানসিক অসুখ। স্নায়ু গোটা শরীরের নানা অংশের সঙ্গে যুক্ত করে মস্তিষ্ককে। এদিকে, গ্যাস্ট্রিক,কোষ্ঠকাঠিন্য, পেট ফেঁপে যাওয়ার সমস্যা তো কমবেশি অনেকেরই থাকে। কিন্তু তার জের কি পড়তে পারে মনের উপর? কী ভাবে পারে?

গবেষকরা দেখেছেন, মন ভাল রাখার হরমোন, সেরোটনিনের ৮০ শতাংশ তৈরি হয় পেটেই। ফলে হজমের গোলমাল, কোষ্ঠকাঠিন্য, অম্বল, গ্যাস, ফেট ফেঁপে থাকার মতো সমস্যা কমিয়ে দিতে পারে সেরোটনিনের ক্ষরণ। আর সেই হরমোনের ক্ষরণ যত কমবে, ততই বাড়বে থাকবে মানসিক সমস্যা।

অর্থাৎ, শরীর আর মনের সংযোগ সব সময়েই অনেক গভীর। তাই শরীর খারাপ হলে মনের উপর চাপ পড়বেই। তা ডেকে আনতে পারে মনের অসুখও।

পেটের স্বাস্থ্য সে সব কারণের মধ্যে অন্যতম। প্রাচীন সময়ের কিছু কথা সকলেরই মনে থাকবে। তার মধ্যে একটি হল, শরীর ভাল থাকলেই মন ভাল।

অবসাদের জন্য সম্পর্ক, কাজ, বিয়ে, বিচ্ছেদ, পারিবারিক ধারাকে দায়ী করা হয়েই থাকে। ঠিক সে ভাবেই দায় থাকে খাওয়াদাওয়ার অভ্যাসেরও। এমনই দাবি চিকিৎসকদের।

আজকের চুয়াডাঙ্গা এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আজকের চুয়াডাঙ্গা এর ফেইসবুক পেজ এ , আজকের চুয়াডাঙ্গা এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আজকের চুয়াডাঙ্গা ইউটিউব চ্যানেলে