দর্শনায় ইয়াবা ট্যাবলেটসহ ২০ মামলার আসামি জসিম মিয়া গ্রেফতার

দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আটকের ঘটনাটি ঘটে। আটক মাদক ব্যবসায়ী জসিম মিয়া (৪০) দর্শনা শান্তিপাড়ার টুকু মিয়ার ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন আইনে চুয়াডাঙ্গা, দামুড়হুদা, পোড়াদহ রেলওয়ে থানায় ২০টির অধিক মামলা রয়েছে।             চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে এসআই (নিঃ) মো: মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারে দর্শনা পাঠানপাড়া গ্রামের পাঠানপাড়া টু ইসলাম বাজারগামী সুগন্ধ্যা মাঠ সংলগ্ন এলাকায় মাদক বেচাকেনা চলছে। এ তথ্যের ভিত্তিতে ঘটনার সময় ওই এলাকায়  অভিযান চালিয়ে ব্যবসায়ী জসিম মিয়াকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫২ পিস ইয়াবা ট্যাবলেট। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *