ট্যালকাম পাউডারে কী ক্ষতি শিশুর?


আজকের চুয়াডাঙ্গা ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২২, ১০:১৮ AM
ট্যালকাম পাউডারে কী ক্ষতি শিশুর?

ট্যালকাম পাউডার মাখলে ক্ষতি হতে পারে শিশুর— এই অভিযোগ দীর্ঘ দিনের। এ বার সেই পাউডার উৎপাদন পুরোপুরি বন্ধ করবে ‘জনসন অ্যান্ড জনসন’। অর্থাৎ বন্ধ হয়ে যাচ্ছে ‘জনসন অ্যান্ড জনসন’ সংস্থার তৈরি শিশুদের গায়ে মাখানোর ট্যালকাম পাউডার। শুক্রবার আমেরিকার ওই সংস্থা ঘোষণা করল, ২০২৩ সাল থেকে পৃথিবীর কোথাও আর ওই পাউডার বানানো হবে না।

ট্যালকাম পাউডার মাখার ফলে ক্ষতি হতে পারে শিশুর— এই অভিযোগ দীর্ঘ দিনের। আমেরিকা ও কানাডায় আগেই এই পাউডার উৎপাদন বন্ধ করে দিয়েছিল সংস্থাটি। বিশ্বের বিভিন্ন দেশেও চলছিল মামলা। সংস্থার তরফে জানানো হয়েছে, শিশুদের জন্য তৈরি সব পাউডারেই এ বার থেকে ব্যবহার করা হবে ‘কর্ন স্টার্চ’।

ট্যালকাম পাউডার তৈরি করতে ট্যালক নামক একটি পদার্থ ব্যবহার করা হয়। এটি মূলত ম্যাগনেশিয়াম, সিলিকন ও অক্সিজেন দিয়ে গঠিত একটি উপাদান। এই উপাদানটি আর্দ্রতা শোষণ করতে ও ত্বককে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে। কিন্তু এই ট্যালক-এ অনেক সময়ে মিশে থাকে অ্যাসবেসটস নামক একটি উপাদান। এই উপাদানটি শ্বাসের সঙ্গে দেহে প্রবেশ করলে ক্যানসারের আশঙ্কা বাড়ে। শুধু আমেরিকাতেই এই কারণে সংস্থার বিরুদ্ধে দায়ের হয়েছে প্রায় ৪৩ হাজার মামলা।

ট্যালকাম পাউডার মাখার আরো কী ঝুঁকি?

ট্যালকাম পাউডার তৈরি হয় ট্যাল্ক নামক একটি পদার্থ থেকে। এটি মূলত ম্যাগনেশিয়াম, সিলিকন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি উপাদান। এটি আর্দ্রতা শোষণ করতে ও ত্বককে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করতে সহায়তা করে। ফলে এই ধরনের পাউডারে যেমন এক দিকে ঘাম নিয়ন্ত্রিত হয়, তেমনই কমে ঘাম ও ত্বকের বিভিন্ন ক্ষত তৈরির আশঙ্কা।

১। কিছু কিছু ট্যালকম পাউডারে অ্যাসবেসটস নামক একটি উপাদান থাকে। এই উপাদানটি শ্বাসের সঙ্গে দেহে প্রবেশ করলে ক্যানসারের আশঙ্কা বৃদ্ধি পায়।
২। আমেরিকার একটি গবেষণা বলছে যৌনাঙ্গ সংলগ্ন অঞ্চলে এই পাউডার বেশি ব্যবহার করা হলে আশঙ্কা থাকে ওভারিয়ান ক্যানসারের।

৩। শ্বাসের মধ্যে দিয়ে এই পাউডার দেহে প্রবেশ করলে হতে পারে হাঁচি, কাশি ও শ্বাসকষ্ট। এমনকি দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে ফুসফুসের কোষ ও কলার।

৪। শিশুদের জন্য যে পাউডার ব্যবহার করা হয় তাতে যদি এই পাউডার থাকে, তবে অতিরিক্ত সতর্কতা নেওয়া বাঞ্ছনীয়। শিশুদের নাকে চলে গেলে শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে।

৫। কারও কারও মতে এই ধরনের পাউডার ঘর্মগ্রন্থির ক্ষরণের পথ রুদ্ধ করে। ফলে, ঘাম আটকাতে গিয়ে হতে পারে হিতে বিপরীত।

আজকের চুয়াডাঙ্গা এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আজকের চুয়াডাঙ্গা এর ফেইসবুক পেজ এ , আজকের চুয়াডাঙ্গা এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আজকের চুয়াডাঙ্গা ইউটিউব চ্যানেলে