জীবননগরের উথলীতে ট্রেনে কাটা পড়ে ৫টি গরুর মৃত্যু, শোকে স্তদ্ধ বৃদ্ধ!


আজকের চুয়াডাঙ্গা➤ জীবননগর প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৩, ৩:৪৭ PM
জীবননগরের উথলীতে ট্রেনে কাটা পড়ে ৫টি গরুর মৃত্যু, শোকে স্তদ্ধ বৃদ্ধ!

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে ট্রেনে কাটা পড়ে একই ব্যক্তির ৫টি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (০৪ ডিসেম্বর) বেলা তিনটার দিকে উথলী রেলস্টেশনের নিকট এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উথলী বিশ্বাসপাড়ার মসলেম উদ্দিন নামের এক বৃদ্ধ রেললাইনের পাশে গরু চরাচ্ছিলেন। বেলা তিনটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭২৭ আপ রূপসা এক্সপ্রেস ট্রেনটি উথলী রেল স্টেশনের নিকট পৌঁছালে ওই বৃদ্ধর ৪টি গাভি ও ১টি এড়ে গরু ট্রেনে কাটা কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে একসাথে পাঁচটি গরুর মৃত্যুতে শোকে মূহ্যমান হয়ে পড়েছেন ৮০ বছর বয়সী মোসলেম উদ্দিন। শেষ বয়সে এমন ক্ষতিতে তিনি স্তদ্ধ।

বৃদ্ধ মোসলেম উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় সোমবার বিকেলে রেললাইনের ধারে গরু চরাচ্ছিলেন তিনি। অন্যদিন ট্রেন আসার আগে গরুগুলোকে তিনি লাইন থেকে সরিয়ে নেন। কিন্তু আজ নিজের বেখেয়ালে ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেননি তিনি।

আজকের চুয়াডাঙ্গা এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আজকের চুয়াডাঙ্গা এর ফেইসবুক পেজ এ , আজকের চুয়াডাঙ্গা এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আজকের চুয়াডাঙ্গা ইউটিউব চ্যানেলে