জীবননগরে নাশকতা মামলায় উপজেলা ছাত্রদলের আহবায়ক গ্রেপ্তার


আজকের চুয়াডাঙ্গা➤ জীবননগর প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৪, ৭:০৯ PM
জীবননগরে নাশকতা মামলায় উপজেলা ছাত্রদলের আহবায়ক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতার মামলায় উপজেলা ছাত্রদলের আহবায়ক জিল্লুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বেলা দেড়টার দিকে তাঁকে জীবননগর উপজেলার উথলী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান। জিল্লুর রহমান জীবননগর উপজেলার উথলী মাঝপাড়ার মো. আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, জিল্লুর রহমানের বিরুদ্ধে জীবননগর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারা; তৎসম ও বিস্ফোরক পদার্থ আইন, ১৯০৮ এর ৩/৪/৬ ধারার মামলা ছিল। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উথলীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাশকতার মামলার পলাতক আসামি জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেন। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আজকের চুয়াডাঙ্গা এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আজকের চুয়াডাঙ্গা এর ফেইসবুক পেজ এ , আজকের চুয়াডাঙ্গা এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আজকের চুয়াডাঙ্গা ইউটিউব চ্যানেলে