জীবননগরে নানা আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত


আজকের চুয়াডাঙ্গা➤ জীবননগর প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৩, ৬:৩১ PM
জীবননগরে নানা আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত


জীবননগরে নানা আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সেখানে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কান প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর সন্ধ্যা ৬টায় জীবননগর মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

সকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।

সভায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ছাইদুর রহমান, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবু প্রমুখ।

সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী প্রমুখ।

আজকের চুয়াডাঙ্গা এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আজকের চুয়াডাঙ্গা এর ফেইসবুক পেজ এ , আজকের চুয়াডাঙ্গা এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আজকের চুয়াডাঙ্গা ইউটিউব চ্যানেলে