জীবননগরে জাল ভোট দেওয়ার চেষ্টা, যুবকের তিন বছরের কারাদণ্ড


আজকের চুয়াডাঙ্গা ➤ নিজস্ব প্রতিবেদক and আজকের চুয়াডাঙ্গা➤ জীবননগর প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৪, ৯:১১ PM
জীবননগরে জাল ভোট দেওয়ার চেষ্টা, যুবকের তিন বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগরে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় মো. সামিউল (২৬) নামের এক যুবককে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (০৭ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এই কারাদণ্ড দেন। সামিউল একই গ্রামের মো. মতিয়ার রহমানের ছেলে। তিনি নৌকার কর্মী বলে জানা।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, জাল ভোট দেওয়ার খবর পেয়ে পাঁকায় একজনকে আটক করে আমাদের খবর দেওয়া হয়েছিল। পরে নির্বাচনে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম সেখানে যান। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক সামিউলকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আজকের চুয়াডাঙ্গা এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আজকের চুয়াডাঙ্গা এর ফেইসবুক পেজ এ , আজকের চুয়াডাঙ্গা এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আজকের চুয়াডাঙ্গা ইউটিউব চ্যানেলে