জীবননগরে গরুর গাড়ি দৌঁড় প্রতিযোগিতা


আজকের চুয়াডাঙ্গা➤ জীবননগর প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৩, ৯:১৭ PM
জীবননগরে গরুর গাড়ি দৌঁড় প্রতিযোগিতা

চুয়াডাঙ্গার জীবননগরে গরুর গাড়ি দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে জীবননগর উপজেলার সুটিয়া যুবসমাজের উদ্যোগে সুটিয়া বাজজমির ধানের মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। গরুর গাড়ি দৌঁড় দেখতে কয়েক হাজার উৎসুক জনতা ভিড় করেন।

সুটিয়া বাজারপাড়ার রাসেল বলেন, আসরের নামাজের পর খেলা দেখতে এসেছি। এসে এক রাউন্ড খেলা দেখলাম। অনেক ভালো লাগছে।
হাসাদাহ গ্রামের মো. খলিলুর রহমান মন্ডল বলেন, সেকেন্ড রাউন্ড থেকে খেলা দেখছি। এবারই প্রথম গরুর গাড়ি খেলা দেখতে এসেছি। অনেক ভিড়। ঠেলাঠেলি করে খেলা দেখতে হয়েছে।

তেঁতুলিয়া গ্রামের ফজলু বলেন, এবারই প্রথম গরুর গাড়ি খেলা দেখতে এসেছি। খুব ভালো লাগলো। ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের সমির উদ্দীন ও আনিছুর বলেন, ভালো খেলা হয়েছে। এর আগেও অনেক জায়গায় খেলা দেখছি। আজ অনেক ভিড়।

আজকের চুয়াডাঙ্গা এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আজকের চুয়াডাঙ্গা এর ফেইসবুক পেজ এ , আজকের চুয়াডাঙ্গা এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আজকের চুয়াডাঙ্গা ইউটিউব চ্যানেলে