জীবননগরে এক কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড


আজকের চুয়াডাঙ্গা➤ জীবননগর প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৩, ৫:৪৯ PM
জীবননগরে এক কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগরে এক কেজি গাঁজাসহ আটক আসাদুল মালিথা (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আসাদুল মালিথা উপজেলার সোন্দাহ গ্রামের রেজাউল মালিথার ছেলে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা প্রদান করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান, উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন ও আকবর হোসেন জীবননগর থানায় সোন্দাহ গ্রামে অভিযান চালান।

এসময় ওই গ্রামের আসাদুলের নিজ বাড়ি থেকে এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪শ টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে উদ্ধার করা এক কেজি গাঁজা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজকের চুয়াডাঙ্গা এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আজকের চুয়াডাঙ্গা এর ফেইসবুক পেজ এ , আজকের চুয়াডাঙ্গা এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আজকের চুয়াডাঙ্গা ইউটিউব চ্যানেলে