জীবননগরের বাঁকায় ১৪ সপ্তাহের সবজি চাষ প্রশিক্ষণের উদ্বোধন


আজকের চুয়াডাঙ্গা➤ জীবননগর প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৩, ৬:৫০ PM
জীবননগরের বাঁকায় ১৪ সপ্তাহের সবজি চাষ প্রশিক্ষণের উদ্বোধন

চুয়াডাঙ্গার জীবননগরে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় ১৪ সপ্তাহের সবজি চাষের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে জীবননগর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফ হোসেন প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। জীবননগর উপজেলার বাঁকা পশ্চিমপাড়ার ২৫ জন কৃষককে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী দিনে প্রশিক্ষণে অংশ নেওয়া ২৫ জনকে ৫টি দলে ভাগ করে দেওয়া হয়। প্রতিটি দলে একজন করে দলনেতা নির্বাচন করা হয়। এরা হলেন- মো. রিপন হোসেন, মো. সবুর, মো. তন্ময়, মোছা. শিউলী ও পলি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়ার রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা ইয়াসিন আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা আমানুর রহমান প্রমুখ।

আজকের চুয়াডাঙ্গা এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আজকের চুয়াডাঙ্গা এর ফেইসবুক পেজ এ , আজকের চুয়াডাঙ্গা এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আজকের চুয়াডাঙ্গা ইউটিউব চ্যানেলে