এক যুবককে কুপিয়ে জখম, শহরে আতংক
স্টাফ রির্পোটার:
চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের সামনে নিপুন সাহা (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল রাত ১০টার দিকে হামলার ঘটনাটি ঘটে। পরে পুলিশ আসলে হামলাকারিরা কৌশলে পালিয়ে যায়। আহত নিপুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। শুক্রবার রাতে তরমুজ কেনাকে কেন্দ্র করে দুই জনকে কুপিয়ে জখম করার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার বড় বাজার পাড়ার কৃষ্ণ সাহার ছেলে নিপুন সাহা টাউন ফুটবল মাঠের সামনে বেশ কিছু দিন ধরে ভাড়া বাসায় বসবাস করছে। গতরাতে কয়েকজন যুবক তাকে তার বাড়ি থেকে তুলে এনে দেশীয় তৈরী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে টহল পুলিশ ও রাস্তার লোকজন এগিয়ে আসলে হামলাকারিরা সটকে পড়ে। মুমুর্ষ অবস্থায় এলাকার লোকজন নিপুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোরশেদ আলম বলেন, তার পিঠে, মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতে বড় ধরনের ক্ষত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
আহত নিপুন সাহা বলেন- জেবু, মামুন, আনন্দ, রানাসহ কয়েকজন তাকে তার ভাড়া বাসা থেকে জোর করে তুলে এনে এলোপাতাড়ি কোপাতে থাকে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান বলেন, গত রাতে তরমুজ কেনাকে কেন্দ্র করে দুই জনকে কুপিয়ে জখম করার জের ধরে আজকে পাল্টা এ হামলার ঘটনা ঘটেছে। অপরাধীদের ধরতে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় রেড দি”েছ। হামলায় জড়িত জেবু, আনন্দ, মামুনের রাজনৈতিক পরিচয় জানা যায়নি।