স্টাফ রির্পোটার:
চুয়াডাঙ্গা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার করেছে। গতকাল সোমবার বিকালে ভালাইপুর মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা সংাবাদ মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মোঃ হাসান মুন্সী, এসআই (নিঃ) তুহিন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার সময় চুয়াডাঙ্গা সদরের ভালাইপুর মোড়¯’ জুলফিকার আলীর বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় পাঁকা রাস্তার উপর হতে ভাংবাড়িয়া পশ্চিমপাড়ার নজির মণ্ডলের ছেলে মোঃ বিল্লাল হোসেন(২৮) শুকুর আলীর ছেলে মোঃ জিহাদ (২৪) গ্রেফতার করে। পরে তাদেরকে কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ (ত্রিশ) পিস ইয়াবা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।
