স্টাফ রির্পোটার: গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণে নারী-শিশুসহ নির্বিচারে গণহত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কোট মোড় হয়ে বড়বাজার শহীদ হাসান চত্বরে শেষ হয়। মিছিলে ছাত্ররা বিভিন্ন প্লাকার্ড বহনের পাশাপাশি শিশুর প্রতিকী লাশ নিয়ে বিক্ষোভ করে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না সহ ইসরায়েলির বিরুদ্ধে নানান শ্লোগান দেয়া হয়।
পরে স্থানীয় হাসান চত্বরে সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল ইকবালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইমুম আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি জনাব শাহাজান খাঁন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মমিন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহী, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, সহ-সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, বিগত ২০২৩ সালের পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ও রাফা শহরে হামলা চালিয়ে নারী-শিশুসহ ৫০ লাখের বেশি নিরীহ মানুষকে হত্যা করেছে। আমরা এ হত্যার তীব্র নিন্দা জানাই। বিশ্বের সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করতে আহবান জানানো হয়। অবিলম্বে গাজায় এ গণহত্যা বন্ধের দাবি করা হয়।