স্টাফ রির্পোটার :
জেলায় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. হাদি জিয়াউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( ডিডি এলজি) শারমিন আক্তার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহবায়ক আসলাম হোসেন অর্ক, মুখ্য সংগঠক সজিবুল ইসলাম প্রমুখ।
প্রস্তুতি সভায় জানানো হয়, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে ১লা বৈশাখ সকাল ৮ টায় চাঁদমারি মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজ চত্বরে শেষ হবে। শোভাযাত্রায় ৭৫-৮০ প্রতিষ্ঠান অংশ নিবে। পরে সকাল ৯ টায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে ৩ দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলার উদ্বোধন করা হবে। মেলায় প্রতিদিন বিকাল ৫ টা রাত ৮ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২০/২৫ টি স্টর থাকবে। এছাড়াও হাসপাতাল, সরকারি শিশু সদন ও জেলা কারাগারে ঐতিহ্যবাহী বাংলা খাবার সরবরাহ করা হবে। ২ বৈশাখ সকাল সাড়ে ১০টায় শিশু একাডেমর আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা এবং ৩ বৈশাখ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে রচনা প্রতিযোগিতা, একই দিন বেলা ১১টায় মাটির ঘর পুতুল তৈরী প্রতিযোগিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়। ৩ বৈশাখ সন্ধ্যা ৭টায় মুক্ত মঞ্চে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার সমাপ্তি ঘটবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সকলের অংশগ্রহনের মাধ্যমে শতস্ফুর্তভাবে আমরা ১লা বৈশাখের র্যালিটি আয়োজন করতে পারি। আপনারা জানেন বর্তমানে সরকার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আনন্দ মুখরভাবে উদযাপন করছেন। এবার ঈদে ঢাকায় অনেক সুন্দর র্যালি করেছে। বিনোদন করতে গিয়ে যেন আমরা ক্ষতিগ্রস্থ না হয়। এটা স্ব স্ব উপ-কমিটি বিভিন্ন পরামর্শ আপনারা দিবেন। কোথাই কোথাই সতর্ক থাকতে হবে, সেটা আপনারা দেখবেন। যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে। যেহেতু অনেক বড় র্যালি হবে। সেহেতু র্যালির সময় রাস্তায় অন্য যানবাহন চলাচল কমিয়ে দিতে হবে এবং পুলিশ যাতে রাস্তায় সিকিউরিটটা ভালোভাবে দেয়। র্যালির সময় মেডিকেল টিমটাকে তৎতপর থাকতে হবে।
প্রস্ততি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ ইসলাম, এন এস আই উপ পরিচালক শামসুল হক, অধ্যাপক এস এম ইস্রাফিল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, সহযোগি অধ্যাপক জাহিদুল ইসলাম, যুব উন্নয়নের উপ পরিচালক ফিরোজ আহমেদ, বিআরডিবির উপ পরিচালক জাকিরুল ইসলাম, কৃষি বিপনন কর্মকর্তা রাশেদুজ্জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: শাহাবুদ্দিন, সহকারি কমিশনার আবদুর রহামন, এনডিসি সাইফুল ইসলাম সাইফ, জেলা জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা সিরাজুল ইসলাম মনি, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপুল আশরাফ, প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ইসলাম রকিব, সিনিয়র সাংবাদিক শাহ আলম সনিসহ অনেকে ।