ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে আলমডাঙ্গায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা সর্বস্তরের জনগণের আয়োজনে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার বিরুদ্ধে ও গণহত্যা বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আলমডাঙ্গায় রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী। সকল ব্যাবসায়ীদের ১ ঘন্টা কম্পিলিট শাটডাউন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকাল পাঁচটার দিকে মডেল মসজিদ প্রাঙ্গন হতে হাজার হাজার বিক্ষোভকারী শহর প্রদক্ষিণ শেষে আলিফ রোড মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

আলমডাঙ্গায়  সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশে  বিভিন্ন এলাকা থেকে উপজেলা  মডেল মসজিদ চত্বরে জড়ো হন বিক্ষোভকারীরা। সে সময় বিক্ষোভকারীরা ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতাদের ব্যানারও বহন করছিলেন তারা। সে সময় তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করে বানানো ক্ষোভের পোস্টারও বহন করেন।এ সময় বিক্ষোভকারীরা , ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘লং লিভ প্যালেস্টাইন, লং লিভ গাজা’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ‘ধ্বংস হোক ইসরায়েল’ লেখাসহ বিভিন্ন প্যাকার্ড প্রদর্শন করেন ও স্লোগান দেন। প্রতিবাদ সমাবেশে ফিলিস্তিনের পতাকা ও শেকল জড়িয়ে ফিলিস্তিনের জনগণের অসহায়ত্বের প্রতীকী চিত্র তুলে ধরেন। সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানান। এছাড়া ইসরায়েলকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে তাদের পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। এ সময় সারা বিশ্বের মুসলমানদের এক হয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান বক্তারা।

মিছিল শেষে ইসরায়েলের পতাকা , ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়।  আলমডাঙ্গা সর্বস্তরের জনগণের পক্ষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপি’র সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সাবেক সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, মাওলানা এমদাদুল হক, মডেল মসজিদের খতিব মাওলানা মাসুদ কামাল, মাওলানা ইউসুফ আলী, আলমডাঙ্গা নাগরিক কমিটির সদস্য সচিব খন্দকার হাবিবুল করিম চনচল।ডাক্তার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা আকরাম হোসেন সাইয়াফি। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *